আযান বাংলা উচ্চারণ অর্থ সহ।


"আযান"
(সালাতের জন্য আহ্বান)

‘আযান’ অর্থ ঘোষণা ধ্বনি । শরিয়ত  নির্ধারিত আরবী বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চকণ্ঠে নামাজের জন্য আহ্বান করাকে ‘আযান’ বলা হয়। 

বিলাল ইবনে রাবাহ ইসলামের ইতিহাসে প্রথম আযান দেন। মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নির্দেশে তিনিই প্রথম মদিনার মসজিদে নববীতে আযান প্রদান করেন। 

আযানের সময়ঃ

বিভিন্ন সময়ে প্রতি দিনে-রাতে পাঁচবার আযান দেওয়া হয়।আযানের সময় নিচে দেওয়া হল: 

  • ১। ফজর:সবহে সাদিক উদিত হলে। সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার আগ মুহূর্তে । 
  • ২। যোহর: সূর্য পশ্চিম আকাশে একটু ঢলে গেলে ।
  •  ৩। আছর:সূর্যের প্রখরতা থাকতে । 
  • ৪। মাগরিব:সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে । 
  • ৫। এশা: সূর্য অস্ত যাওয়ার পর রাতেরএক তৃতীয়াংশে । 

জুম'আর খুতবার পূর্বে সপ্তাহে একদিন শুক্রবার একটি অতিরিক্ত আজান হয়। 

আযানের বাংলা উচ্চারণ ও অর্থঃ


আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 
(আল্লাহ সর্বশক্তিমান)

আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ,আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ 
(আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই)

আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ,আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ 
(আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত দূত)

হাইয়া আলাস্ সালা,হাইয়া আলাস্ সালা
(নামাজের জন্য এসো)

হাইয়া আলাল ফালাহ্,হাইয়া আলাল ফালাহ্ 
(সাফল্যের জন্য এসো)

আসসালাতু খাইরুম মিনান্নাউম,আসসালাতু খাইরুম মিনান্নাউম(শুধু ফজরের নামাজের জন্য)
(ঘুম হতে নামাজ উত্তম) 

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
(আল্লাহ মহান)

 লা ইলাহা ইল্লাল্লাহ 
(আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই)

আযান বাংলা উচ্চারণ অর্থ সহ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইসমে আজম; মনের আশা পূরন হওয়ার দোয়া

সাইয়্যেদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ অর্থসহ এর ফজিলত