পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইস্তেগফার ও তওবা

‘ইস্তেগফার’ আরবি শব্দ ৷‘ইস্তেগফার’ অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। এর শাব্দিক অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তেগফার হচ্ছে তাওবার দিকে যাওয়ার পথ। ‘তওবা’ অর্থ হচ্ছে  অনুশোচনা করা।  মহান আল্লাহতালার কাছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা  গুনাহের জন্য মনে মনে লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সঙ্কল্প করা এবং মানুষের বা আল্লাহর কোনো হক থাকলে তা আদায় করে দেয়া।  তওবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবেঃ ১.একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তওবা করতে হবে। ২.কৃত গোনাহের জন্য অনুতপ্ত হতে হবে। ৩.পুনরায় সে গোনাহে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়ে ইস্তেগফার করতে পারেন ৷ তখন দুআ কবুল হয় ৷অথবা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি তাওবা ইস্তেগফার করতে পারন ৷ ইস্তেগফার করার বা ক্ষমা চাওয়ার ৫টি দোয়া নিম্নে উল্লেখ করলামঃ দুআ-১ সব চেয়ে ছোট ইস্তেগফার হলো উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ। অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। (মিশকাত-৯৬১) সাওবান (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরানোর পর তিনবার ‘‘আস্তাগফিরুল্ল-হ’’ বলতেন।