সূরা আল-ফাতিহা বাংলা উচ্চারণ অর্থ সহ।

 

সূরা আল-ফাতিহা (কুরআন শরীফের ১ম সূরা)

ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"।
এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
(পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে)

আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।
(সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে)

আর রাহমা-নির রাহীম।
(অনন্ত দয়াময়, অতীব দয়ালু)

মা-লিকি ইয়াওমিদ্দীন।
(প্রতিফল দিবসের মালিক)

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।
(আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি)

সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।
(তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন)

গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। 
(এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট) 

(আমিন) 

সূরা আল-ফাতিহা বাংলা উচ্চারণ অর্থ সহ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আযান বাংলা উচ্চারণ অর্থ সহ।

ইসমে আজম; মনের আশা পূরন হওয়ার দোয়া

সাইয়্যেদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ অর্থসহ এর ফজিলত